বুধবার, ২০ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় গৃহকর্মীর রহস্যজনক আত্বহত্যা
ভোলায় গৃহকর্মীর রহস্যজনক আত্বহত্যা
লালমোহন বিডিনিউজ,ভোলা প্রতিনিধি : ভোলা শহরের ওয়াষ্টেন পাড়া ইলিয়াস মাষ্টার বাড়ির ভাড়াটে ব্যবসায়ী বাবুলের বাসার গৃহকর্মী বিবি আমেনা (১৫) রহস্যজনক ভাবে গলায় ফাঁস দিয়ে আত্বহত্যা করেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় ভোলা থানা পুলিশ লাশ উদ্ধার করলেও এ ঘটনায় কাউকে আটক করেনি।
নিহতের মা আমিরন বলেন,তাদের বাড়ি ভোলার উত্তর চরনোয়াবাদ বয়লালের কাছে। তার ৩ মেয়ে ও ১ ছেলের মধ্যে আমেনা বড়। অভাবের তারনায় গত ২ বছর আগে তাকে ব্যবসায়ী বাবুলের বাসায় কাজে দেয়। তবে তার কোন বেতন ছিলো না। মঙ্গলবার সন্ধ্যায় তাকে বাবুলের স্ত্রী জোনাকি বেগম মোবাইলে ফোন দিয়ে তাদের ডেকে আনে। তার পর জোনাকি বেগম বলেন,তিনি সন্ধ্যার আগে তার মেয়েকে নিয়ে বাসার বাইরে যান। ওই সময় বাইরে থেকে তালা মেরে ভিতরে আমেনাকে রেখে যান। এক ঘন্টা পর এসে দেখেন ভিতর থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরও আমেনা দরজা খুলছে না। এসময় আমেনার বাবা জিয়া রহমান এসে ওই বাসার দরজা পুলিশ আসার আগেই ভেঙ্গে ফেলে ভিতরে গিয়ে দেখতে পান তার মেয়ে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়েছে। পরে পুলিশ এসে লাশ উদ্বার করে। ওই বাসার গৃহকর্তী জোনাকি জানান,তিনি বাইরে তার মেয়েকে খেতে নিয়ে গিয়ে ছিলেন। যাওয়ার সময় আমেনাকেও তার সাথে যেতে বলেন। কিন্তু সে যায়নি। তার স্বামী ও এক মেয়ে ওই বাসায় থাকেন। ঘটনার সময় তার স্বামী
ভোলায় ছিলেন না। ভোলা থানার ওসি খাইরুল কবির জানান,তারা আলমত জব্দ করেছে। লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক ভাবে গলায় ফাঁস দেওয়া হয়েছে বলে তিনি জানান। তবে লাশ উদ্ধারে সময় গৃহকর্তীকে স্বাভাবিক দেখা গেছে। পুলিশ এ ঘটনার প্রকৃত কারন এখনও উদঘাটন করতে পারেনি।