বুধবার, ২০ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » বেশি লাভ ও স্বাস্থ্যসম্মতভাবে মাছ চাষের লক্ষ্যে ভোলায় কর্মশালা
বেশি লাভ ও স্বাস্থ্যসম্মতভাবে মাছ চাষের লক্ষ্যে ভোলায় কর্মশালা
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি :ভোলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ভোলা মনোসেক্স তেলাপিয়া হ্যাচাররির মাঠে উপজেলার ৪০ জন মৎস্য খামারীকে ‘বাণিজ্যিক ভিত্তিতে উন্নত জাতের গিফট মনোসেক্স তেলাপিয়াসহ সকল মাছ চাষের’ উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কর্মশালায় স্বাস্থ্যসম্মতভাবে বেশি লাভের উপায় বাতলে দেওয়া হয়। বুধবার বেলা ৯টা থেকে ৩টা পর্যন্ত এ প্রশিক্ষণের আয়োজন করে ওয়ার্ল্ডফিস-বাংলাদেশ। এ সময় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ডফিসের চিপ অব পার্টি এরিখ কিউস, ইউএসআইডির উন্নয়ন কর্মকর্তা (কৃষি) ওসাজি, জ্যেষ্ঠ সমন্বয় ও মূল্যায়ন কর্মকর্তা ফারহিন, ফারজানা, বরিশাল ওয়ার্ল্ডফিসের প্রকল্প কর্মকর্তা জাকির হোসেন, জ্যেষ্ঠ কারিগরী কর্মকর্তা মোঃ নাজমুল আলম, স্থানীয় প্রশিক্ষক মাহবুবুর রহমান, ফখরুল আলম, জসিম উদ্দিন, মাকসুদুর রহমান প্রমূখ।
কর্মশালায় দেশীয় পণ্য ব্যবহার করে কম খরচে উন্নত খাবার তৈরী ও বেশি লাভবান হওয়ার পদ্ধতি শেখানো হয়।