শুক্রবার, ১৫ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে দু’গ্রুপের সংঘর্ষে আহত- ৬
লালমোহনে দু’গ্রুপের সংঘর্ষে আহত- ৬
লালমোহন বিডিনিউজ,লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে জমি জমা সংক্রান্ত বিষয়ের জের ধরে দু’গ্রুপের সংঘর্ষে নারী সহ ৬ জন আহত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া ৯ নং ওয়ার্ডের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই এলাকার জাহাঙ্গীর মোল্লার সাথে একই এলাকার অহিদ মাস্টারের সাথে র্দীঘ ৫ বছর দরে ৭২ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসে। ওই বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে অহিদ মাষ্টারের নেতৃত্বে রফিক, শহিদ, লোকমান, শাওখাত ও শেখ ফরিদ সহ কয়েক জন মিলে লাঠি ও দেশী অস্ত্র নিয়ে জাহাঙ্গীরদের দখলিয় জমি দখল করতে যায়। এসময় জাহাঙ্গীরের পরিবারের লোক জন বাধা দিলে অহিদ মাষ্টারে নেতৃত্বে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে পিটিয়ে জাহাঙ্গীর মোল্লা, ছিদ্দিক মোল্লা, বিবি বিলকিস, বকুল, তাসলিমা পিটিয়ে আহত করে। এসময় প্রতিপক্ষ শেখ ফরিদ আহত হয়। স্থানীয়রা আহতের উদ্ধার করে লালমোহন ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছে।
এব্যাপারে অভিযুক্ত আহাদ মাষ্টার ঘটনার সময় বাড়িতে ছিলেন বলে দাবি করেন।