
বুধবার, ১৩ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বাল্যবিয়ের আসর থেকে বর সহ ৪ জন আটক
লালমোহনে বাল্যবিয়ের আসর থেকে বর সহ ৪ জন আটক
লালমোহন বিডিনিউজ ,লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে বাল্যবিয়ের আসর থেকে বর সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ৯ টার দিকে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজার মসজিদ থেকে তাদের আটক করা হয়। আটকৃত বরের নানা সোহাগ, বরের দাদা শহিদুল ইসলাম,কনের দাদা সোলাইমান ও
মসজিদের ঈমান মাওঃ আলাউদ্দিন। লালমোহন থানার এ এসআই নাছির বলেন, চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা জিলনের ছেলে সোহাগ (১৯) এর সাথে ও গজারিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ওকই এলাকার নুরুনবীর মেয়ের সাথে বিবাহের আনুষ্ঠানিকতা চলছে। গোপন সংবাদের ভিত্তিতে বিয়ের আসর থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। রাতে লালমোহন উপজেলা নির্বাহী অফিসারের কর্যালে হাজির করা হবে বলেও তিনি জানান।