মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » ভোলার চরফ্যাশনে জাল টাকার নোটসহ যুবক আটক
ভোলার চরফ্যাশনে জাল টাকার নোটসহ যুবক আটক
লালমোহন বিডিনিউজ,ভোলা সংবাদদাতা : চরফ্যাশনের জিন্নাগড়ের আব্দুর রব মাস্টার বাড়ী থেকে সৈয়দুজ্জামান (২৮) নামের এক যুবককে ২৭ হাজার জাল টাকাসহ আটক করেছে পুলিশ।
আটককৃত সৈয়দুজ্জামানের বাবার নাম মজিবুল হক। চরফ্যাশনের চরমাদ্রাজ ইউনিয়নের চরআফজাল গ্রামে তাদের বাড়ি। আজ মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়েছে বলে চরফ্যাশন থানা পুলিশ জানিয়েছে।
চরফ্যাশন থানার এস আই শহিদুল ইসলাম জানান,আজ মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জিন্নাগড়ের ইউপি সদস্য কবির হোসেন কুতুব ও ইউপি সদস্য আক্তার হোসেন জিন্নাগড়ের আব্দুর রব মাস্টার বাড়ী থেকে সৈয়দুজ্জামানকে আটক করে। এরপর তার কাছ থেকে ২৭হাজার জাল টাকা উদ্ধার করে। পরে তারা থানায় পুলিশকে সংবাদ দেন। সংবাদ পেয়ে পুলিশ সৈয়দুজ্জামানকে আটক করে চরফ্যাশন থানায় নিয়ে আসে। তাকে চরফ্যাশন থানা হেফাজতে রাখা হয়েছে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. এনামুল হক বলেন, জাল টাকাসহ সৈয়দুজ্জামান নামের এক যুবকের আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।