সোমবার, ৪ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি | শিরোনাম | সর্বশেষ » দেশে ৭মাত্রার ৬টি ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা
দেশে ৭মাত্রার ৬টি ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা
লালমোহন বিডিনিউজ ,সোহেল ঢাকা: বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।এমন আশঙ্কা বিশেষজ্ঞদের।মাঝে মধ্যে ছোটখাটো ভূকম্পনের ঘটনা ঘটলেও বড় ধরনের ভূমিকম্প সংঘটিত হওয়ার এটা পূর্বাভাস বলে মনে করছেন ভূতাত্ত্বিকবিদরাও। বছর খানেক আগে এমনই পূর্বাভাস দিয়েছিল যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। তাদের পূর্বাভাস অনুযায়ী ভারত ও মিয়ানমারের প্লেটটি দেশের পূর্বাংশে অগ্রসর হচ্ছে। তাই সংস্থাটির দেয়া পূর্বাভাস অনুযায়ী গেল বছরের মাঝামাঝি থেকে শুরু হয়ে চলতি বছরের মাঝামাঝি সময় পর্যন্ত এক বছরে এ অঞ্চলে ৭ মাত্রার কমপক্ষে ছয়টি ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। ঢাকা, ময়মনসিংহসহ দেশের পূর্বাঞ্চলে এসব ভূমিকম্প আঘাত হানাতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।
এদিকে স্থানীয় বিশেষজ্ঞদের আশঙ্কা, ইউএসজিএস‘র দেয়া সতর্কবাণীর চেয়েও বড় ধরনের ভূমিকম্প আঘাত হানলে ব্যাপক প্রাণহানি এবং কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতিরও হতে পারে দেশে। তবে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে প্রয়োজন প্রশিক্ষিত স্বোচ্ছাসেবক বাহিনীর। আর এজন্যই উদ্ধার তৎপরতায় দরকার হবে আরো বেশি স্বেচ্ছাসেবক এবং তাদের দিতে হবে উন্নতমানে প্রশিক্ষণ।এমন তাগিদও দেয়া হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।
ঢাকা ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের পরিচালক অধ্যাপক হুমায়ুন আকতার এ ব্যাপারে জানান,‘দেশের উত্তরে দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল রয়েছে, যা খুবই বিপজ্জনক এবং পূর্বের পাহাড়ি অঞ্চল মণিপুর, মিজোরাম, মিয়ানমার এখানেও ভূমিকম্পের উৎসস্থল রয়েছে। উত্তর থেকেও যেমন ঝুঁকি রয়েছে, পূর্বদিক থেকেও একই ধরনের ঝুকি রয়েছে।’
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী ইউএসজিএস‘র উদ্ধৃতি দিয়ে বলেছেন যে, ‘এই ফল্টজোনে আগামী এক বছরে ৭ মাত্রার একটি ভূমিকম্প হতে পারে। এছাড়া ৬ থেকে ৭ মাত্রা পাঁচটা, ৪ থেকে ৬ মাত্রার মধ্যে অসংখ্য ভূমিকম্প হওয়ার আশঙ্কা প্রবল।