সোমবার, ৪ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » নিষেধাজ্ঞা মানছেননা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা, মনপুরায় প্রাথমিক বিদ্যালয়ে টাকার বিনিময়ে বই বিতরন অব্যাহত
নিষেধাজ্ঞা মানছেননা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা, মনপুরায় প্রাথমিক বিদ্যালয়ে টাকার বিনিময়ে বই বিতরন অব্যাহত
লালমোহন বিডিনিউজ,মনপুরা প্রতিনিধি (ভোলা) : ভোলার মনপুরায় সরকারি বই বিতরনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া অব্যাহত রয়েছে। শিক্ষা অফিস থেকে টাকা নেওয়ার ব্যাপারে নিষেধ করা হলেও মানছেননা উত্তর সাকুচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ৪ জানুয়ারী সোমবার ওই স্কুলে ৫ম শ্রেণীর বই বিতরনে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৭০ থেকে ১০০ শত টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে এলাকার মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। পূর্বেও ওই প্রতিষ্ঠানে প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে ৫০ টাকা করে নেওয়া হয়।
শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, সরকারি বই বিতরনে তাদের কাছ থেকে ৭০-১০০ টাকা নিচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন। টাকা না দিলে বই দিচ্ছেন না।
তবে উত্তর সাকুচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন বলেন, বই দেওয়া বাবদ টাকা নেওয়া হচ্ছে না। মিলাদ ও ছবি বাবদ এই টাকা নেওয়া হচ্ছে।
এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান বলেন, বই বিতরনে টাকা নেওয়ার ব্যাপারে প্রত্যেকটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে নিষেধসহ সর্তক করা হয়েছে।