
সোমবার, ৪ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ইকরা বাংলাদেশ ক্যাডেট মাদরাসার ছবক অনুষ্ঠান ও বার্ষিক পুরষ্কার বিতরনী
ভোলায় ইকরা বাংলাদেশ ক্যাডেট মাদরাসার ছবক অনুষ্ঠান ও বার্ষিক পুরষ্কার বিতরনী
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি :বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইকরা বাংলাদেশ ক্যাডেট মাদ্রাসার ভোলা শাখায় ২০১৬ শিক্ষাবর্ষে বার্ষিক ছবক ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে শহরের উকিল পাড়া মাদ্রাসা ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাঃ ইসরাফিল-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা টাউন স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ শাজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আতাউর রহমান মোমতাজী, সৌদি প্রবাসী হাফেজ মোঃ ফারুক, রতনপুর মাদ্রাসার মোহতামিম মাওলানা মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রঅভিভাবক জোবায়ের হোসেন তাছলিম, মোঃ জসিম উদ্দিন প্রমুখ। এসময় ২০১৫ সালের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন ও হাফেজ ছাত্রদেরকে পাগড়ী প্রদান করা হয়।