
শনিবার, ২ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় ছাত্রলীগের বাধা উপেক্ষা করে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মনপুরায় ছাত্রলীগের বাধা উপেক্ষা করে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
লালমোহন বিডিনিউজ ,মনপুরা(ভোলা) প্রতিনিধি : মনপুরায় ছাত্রলীগের বাঁধা উপেক্ষা করে ছাত্র দলের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ১ জানুয়ারী শুক্রবার সকাল ১০ টায় চৌধুরী মৎস্য প্রজেক্টে ছাত্রদলের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও উপজেলা বিএনপি’র নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা ছাত্রদল। পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে যোগ দিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রদলের নেতা কর্মীরা আসার পথে বিভিন্ন স্থানে ছাত্রলীগ নেতা কর্মীরা বাধার সৃষ্টি করে। এসময় ছাত্রদল নেতা-কর্মীদের কাছে থাকা অন্তত ৩০ টি মোবাইল ফোন, নগদ টাকা ও মানিব্যাগ এবং ১ টি মটরসাইকেল ছিনিয়ে নিয়েছে। এতসব প্রতিকূলতা উপেক্ষা করে যে যার মত সভাস্থলে উপস্থিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা ছাত্রদল সভাপতি শাহজালাল আল আমীন।
সকাল ১০টায় পায়রা উড়িয়ে এবং জাতীয় ও দলীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ছাত্রদলের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদ্ভোধন করা হয়। পরপরই উপজেলা বিএনপি’র নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব শামস উদ্দিন বাচ্চু চৌধূরী, সাধারন সম্পাদক অধ্যক্ষ এম. মহিউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ মাহবুবুল আলম শাহীন এবং ঢাকার ধানমন্ডি থানা মহিলা দলের সভানেত্রী মিসেস শামসুন্নাহার মিনু চৌধূরী’কে ক্রেস্ট এবং মেডেল দিয়ে সংবর্ধিত করা হয়। এছাড়া সকল অংগ সংগঠনের সভাপতি ও সম্পাদক এবং প্রতিটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সম্পাদক’কে মেডেল দিয়ে বরন করা হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে ভোলা-৪(চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম টেলিকনফারেন্সের মাধ্যমে সুদূর আমেরিকা থেকে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, দেশে আজ গনতন্ত্র নেই। মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সারা দেশের মানুষ আজ বড়ই অসহায়। তাই দেশ ও গনতন্ত্র রক্ষার আন্দোলনে সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে।
পরে ওলামা দলের যুগ্ম সম্পাদক হাফেজ আবদুল্যাহ এর পবিত্র কোরআন তিলাওয়াত এবং ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সীমান্ত হেলাল এর সঞ্চালনায় শুরু হওয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদল সভাপতি মোঃ শাহজালাল আল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব শামস উদ্দিন বাচ্চু চৌধূরী, ঢাকার ধানমন্ডি থানা মহিলা দলের সভানেত্রী মিসেস শামসুন্নাহার মিনু চৌধূরী, উপজেলা বিএনপি’র উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এম. ফারুক আহমেদ, সহ সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম, সহ সভাপতি আনোয়ার হোসেন মাষ্টার, সহ সভাপতি মোঃ জামাল উদ্দিন মাষ্টার, সাধারন সম্পাদক অধ্যক্ষ এম. মহিউদ্দিন আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ মাহবুবুল আলম শাহীন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোঃ নুর আলম শামীম।
অনুষ্ঠান চলাকালীন টেলিকনফারেন্সে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার আল আমিন বলেন, আজকের এই অনুষ্ঠান প্রমান করে মনপুরা উপজেলায় ছাত্রদল অত্যন্ত সুসংগঠিত। এর ধারাবাহিকতা রক্ষার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আঃ জলিল মেম্বার, সহ সাংগঠনিক সম্পাদক প্রভাষক অহিদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক ছালাউদ্দিন মাষ্টার, দপ্তর সম্পাদক মোঃ ছালেহ উদ্দিন, হাজীর হাট ইউনিয়ন বিএনপির সভাপতি মহসীন আলম ভূইয়া, সহ সভাপতি বিপ্লব ফরাজী, সম্পাদক আঃ হালিম, যুগ্ন সম্পাদক মোঃ মনির মাতাব্বর, যুব দলের সম্পাদক লোকমান হোসেন মেম্বার, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইস্তাক আহমেদ জুয়েল, সম্পাদক মোঃ আবদুর রহমান, শ্রমিকদল সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম রাজ, কৃষক দলের সম্পাদক মোঃ শফিক, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, মৎস্যজীবি দলের সম্পাদক মোঃ মোস্তফা, ছাত্রদল সহসভাপতি মোঃ কামরুল হাসান বাবু, অহিদুররহমান, কায়েস চৌধুরী, জামাল উদ্দিন, যুগ্ন সম্পাদক মাইনুদ্দিন সৌরভ, আবদুল্লাহ গনি,ফখরুল ইসলাম, ১ নং মনপুরা ইউনিয়ন সভাপিত মোঃ সুমন আলম, সম্পাদক মোঃ মামুন, হাজীর হাট ইউনিয়ন সম্পাদক মোঃ দুলাল, সাংগঠনিক সম্পাদক মনজুর আলম, উত্তর সাকুচিয়া ইউনিয়ন আহবায়ক মোঃ শাহীন আলম, দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন আহবায়ক মোঃ সোহাগসহ বিএনপি’র অংগসংগঠন এবং ছাত্রদলের বিভিন্ন স্তরের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।