শনিবার, ২ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় পরীক্ষা পিছানের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
ভোলায় পরীক্ষা পিছানের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
লালমোহন বিডিনিউজ ,ভোলা সংবাদদাতা : জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রনাধীন অনার্স ৩য় বর্ষের ফাইনাল পরীক্ষার সময়সূচী পিছানোর দাবিতে মানববন্ধন করেছে ভোলা সরকারি কলেজের কয়েকশতাধিক শিক্ষার্থী।
শনিবার সকাল ১১ টারদিকে ভোলা সরকারি কলেজ প্রঙ্গনে ভোলা-চরফ্যাশন সড়ক অবোরধ করে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা।
এই সময় শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার,ফ্যাস্টুল সম্মলিত স্লোগান নিয়ে এই মানববন্ধনে কর্মসূচী পালন করে। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন,আমরা কি শিক্ষার্থী ? নাকি পরীক্ষার্থী? এমনই প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় এর কাছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নামক রুলে আমরা পিষ্ঠ। ১ বছরে কোর্স তারা ৫ মাসে শেষ না করে তার পরীক্ষার সময় সূচী নির্ধারন করায় শিক্ষার্থীদের জীবন যেন এখন বিপন্ন। তাই অবিলম্বে পাঠ্য সেলেবাস শেষ করে পরীক্ষা সময়সূচী পুর্ননির্ধারনের দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন- হিসাববিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের পরীক্ষার্থী মো: মিজানুর রহমান প্রিন্স, সাইফুল ইসলাম,মেহেদী হাসান, কামরুল, জুবায়ের হোসেন, রিপন, রাসেল, লিজন, ব্যবস্থপনা বিভাগের-মো: আল-আমিন হোসেন সাদ্দাম, মো: নোমান,দর্শন বিভাগের- রাছেল, আশরাফুল, ইতিহাস বিভাগের- সাদ্দাম, কবীর সমজাকর্মের বিভাগের আনোয়ার কামাল, প্রাণী বিদ্যা বিভাগের- জাকির হোসেন সুমন প্রমুখ।