শুক্রবার, ১ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » ভোলা | শিক্ষা | সর্বশেষ » সভাপতি ইব্রাহিম / সম্পাদক বর্ষা ভোলায় এনসিটিএফ এর বার্ষিক সাধারন সভা ও নিবার্চন অনুষ্ঠিত
সভাপতি ইব্রাহিম / সম্পাদক বর্ষা ভোলায় এনসিটিএফ এর বার্ষিক সাধারন সভা ও নিবার্চন অনুষ্ঠিত
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি :ভোলায় বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন-২০১৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর)সকালে ভোলা জেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে কক্ষে এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভা নির্বাচন অনুষ্ঠিত হয় ।
এনসিটিএফ এর সভাপতি জহির রায়হান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন ভোলা জেলা টেলিভিশন জার্নালিষ্ট ফোরাম এর সভাপতি সাংবাদিক আহাদ চৌধুরী তুহিন, ভোলা প্রেসক্লাবের সম্পাদক মো: শাসম উল আলম মিঠু , জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: আকতার হোসেন, বাংলাভিশন এর জেলা প্রতিনিধি জুন্নু রায়হান, চ্যানেল টুয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি ওভোল জেলা এনসিটিএফ এর সম্মনয়কারী আদিল হোসেন তপু প্রমুখ।
সভায় বক্তারা শিশুদের সু-নাগরিক হওয়ার লক্ষ্যে নিয়মিত লেখাপড়ার পাশাপাশি সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত থাকার আহবান জানান। তারা বলেন আজকের শিশুরাই আগামীর ভবিষ্যত । তাদের হাতেই আমাদের স্বপ্নের বাংলাদেশ নির্মিত হবে । তারা শিশুদেরকে লেখা-লেখির বিষয়ে পরামর্শ প্রদান করেন। তারা আরো বলেন শিশু অধিকারের নানা দিক নিয়ে। এই সব দিক গুলো জানতে হবে। পাশাপাশি উন্নত জাতি গঠনে আমাদের বাবা-মায়ের কথা শুনতে হবে। ঠিক মতো পরাশোনা করতে হবে বলে বক্তারা জানান।
পরে ভোলা জেলা এনসিটিএফএর শিশুদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নিবার্চন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নিবার্চিত হন মো: ইব্রাহিম সাধারণ সম্পাদক নিবার্চিত হন শারমিন আক্তার বর্ষা।এছাড়াও সহ-সভাপতি হন অপসরা হক,যুগ্ন-সম্পাদক শান্ত,সাংগঠনিক সম্পাদক মো:মোতালেব, শিশু গবেষক আবির ও ইফতি, শিশু গবেষক (মেয়ে)সানজিদা হোসেন এশা ,চাইল্ট পালামের্ন্ট ম্মেবার (ছেলে) আমিনুল ইসলাম আকাশ, মেয়ে সদস্য হুমায়রা হেসেন সারা, শিশু সাংবাদিক (ছেলে)অহি ,গোপাল (মেয়ে)মুনিয়া ,অহনা প্রমুখ। নিবার্চন পরিচালনা করেন এনসিটিএফ এর সাবেক সভাপতি জহির রাইহান,চাইল্ট পার্লামেন্ট মেম্বার সাহিদ হোসেন দিপু, শিশু গবেষক হাসনাইন আহমেদ সহ আরো অনেকে। এই কমিটি আগামী ২ বছরের জন্য ভোলা জেলা এনসিটিএফ কমিটির দায়িত্ব পালন করবে। উল্লেখ্য এনসিটিএফ একটি জাতীয় শিশু সংগঠন। এই সংগঠনটি শিশুদের অধিকার আদায় ও রক্ষা করার জন্য কাজ করে।