শুভ হোক নতুন বছর
লালমোহন বিডিনিউজ :আজ শুক্রবার । ২০১৬ সাল। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। পৃথিবীর কোটি কোটি মানুষের মতো আমরাও আমাদের পাঠকদের জানাই ‘হ্যাপি নিউ ইয়ার’। নতুন বছরটি আনন্দে, শান্তিতে ভরে উঠুক এই প্রত্যাশা। বৃহস্পতিবার রাত ১২টার পর সূচিত হয় নতুন প্রত্যাশা আর স্বপ্নে উদ্ভাসিত নতুন বছর ২০১৬। নানা উৎসব আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষ স্বাগত জানাচ্ছে নতুন বছর ২০১৬কে। মেতে উঠছে নতুন বছরের আগমনী উল্লাসে।
গত বছরের প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব খুঁজতে খুঁজতে নতুন বছরকে সামনে রেখে আবর্তিত হবে নতুন নতুন স্বপ্নের। বাংলাদেশে ইংরেজি নববর্ষ পালনের ধরণ বাংলা নববর্ষ পালনের মত ব্যাপক না হলেও এ উৎসবের আন্তর্জাতিকতার ছোঁয়া থেকে বাংলাদেশের মানুষও বিচ্ছিন্ন নয়।