বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ভুমিদস্যু মাজেদের এবার বাজারের ঘর দখলের চেষ্টা দলিল লেখকের নামে কিভাবে প্রতারনা
লালমোহনে ভুমিদস্যু মাজেদের এবার বাজারের ঘর দখলের চেষ্টা দলিল লেখকের নামে কিভাবে প্রতারনা
লালমোহন বিডিনিউজ : লালমোহনে ভুমদস্য মাজেদ নিজের প্রভাব খাটিয়ে জমি দখলেরর নাম করে সল্প মূল্যে বাজারের কোটি টাকার সম্পদ নামে মাত্র টাকায় কিনে দখলের চেষ্টা করে। বুধবার দিবাগত রাতে ভাড়াটিয়া সন্ত্রাসীদের সাথে লক্ষ লক্ষ টাকা চুক্তি করে রাতের আধারে লালমোহন মধ্য বাজরের ফ্যাশনের সুতার দোকান দখল করে বাহিরের থেকে তালা মেরে নিজেন নামে সাইনবোর্ড লাগিয়ে দেয়। সকালে মূল মালিক মৃত আবুয়াল মোর্শেদ গং জাকির আলমগীর , সহিদ, রফিক , শাহাবদ্দিন সহ তার আত্বীয় স্বজনরা তালা ভেঙ্গে ঘর পূর্নরায় তাদের দখলে নেয় । যানাযায়, প্রায় পঞ্চাশ বছর পর্যন্ত মোর্শেদের গংরা উক্ত সম্পতি ভোগ দখল করে আসছিল। এদিকে বাজরের সম্পতির দাম বৃদ্বি পাওয়ায় মোর্শেদের বাতিজা যারা পূর্বে সম্পত্তি এয়োজ বদর করে অন্য সম্পত্তি ভোগ দখল করে আসছিল তারা মাজেদের মত প্রতারকের কাছে সল্পমূল্যে সম্পত্তি বিক্রি করে ভোগ দখলের দায়িত্ব দেয়। দলিল লেখকের নাম করে মাজেদ নিরীহ লোকের সাথে প্রতারনা করে সাধারন লোক থেকে কোটিপতি বনে গিয়ে এখন নামে বেনামে জমি দখলের নাম করে বেজালের জমি কিনে সন্ত্রাসী দিয়ে দখলের কাজ হাতে নিয়েছেন । এরই ধারাবহিকতায় অলিউল্ল্যাহ গংয়ের ওয়ারিশ খোকন , জামাল, দুলাল, ও ইসমাইলের প্রায় অর্ধশত বছরের অদখলিয় সম্পত্তি মাজেদ মাত্র ৫ লক্ষ টাকার বিনিময় কোটি টাকার সম্পত্তি ক্রয় করে দখল প্রক্রিয়া চালায়। আরো জানাযায়, মাজেদ তার এই অপকর্মকে জায়েজ করতে বর্তমানে সরকারী দলে যোগদান করে আরো ব্যাপরোয়া হয়ে পড়েছে। তার সম্পর্কে লালমোহন সাব-রেজিষ্ট্ররী অফিসেও প্রতারনার অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক দলিল লেখক বলেন,মাজেদ লালমোহন সাব- রেজিষ্ট্রেরী অফিসে ভুয়া এসএসসি সার্টিফিকেট দাখিল করে নিজের নামে দলিল লেখকের লাইসেন্স করে। গত সপ্তাহে ব্যাপক অর্থের বিনিময় তিনি লালমোহন দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক নিবার্চিত হয় বলে বিভিন্ন ভাবে তথ্য পাওয়া যায়।
আগামী দিন প্রকাশিত হবে লালমোহন সাব-রেজিষ্ট্রেরী অফিসে মাজেদের কৃত্তিকাহিনী