
বুধবার, ৩০ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় ইকোফিস’র উদ্যোগে জেলেদের নিয়ে জাটকা সংরক্ষন বিষয়ক আলোচনা সভা
মনপুরায় ইকোফিস’র উদ্যোগে জেলেদের নিয়ে জাটকা সংরক্ষন বিষয়ক আলোচনা সভা
লালমোহন বিডিনিউজ,মনপুরা(ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরায় কোস্ট ট্রাষ্টের অধীনে পরিচালিত ইকোফিস প্রকল্পের উদ্যোগে জেলেদের নিয়ে জাটকা সংরক্ষন বিষয়ক সভা সম্পন্ন হয়েছে। ২৮ ডিসেম্বর সোমবার ১০ টায় উপজেলা হাজীর হাট ইউনিয়নের ভূঁইয়ার হাট নামক স্থানে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএসএআইডি’র অর্থায়নে ওয়ার্ল্ড ফিস ও মৎস্য অধিদপ্তরের সহযোগীতায় কোস্ট ট্রাস্ট এর বাস্তবায়নাধীন এনহান্সড কোস্টাল ফিসারিজ(ইকোফিস) প্রকল্পের অধীনে জেলেদের নিয়ে ইলিশ(জাটকা) সংরক্ষন কর্মসূচীর অংশ হিসেবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাজীর হাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম ভুট্টু মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ফিস প্রতিনিধি মোঃ ইফতেখারুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইকোফিস প্রকল্প মনপুরা শাখার কর্মকর্তা মোঃ সামিরুজ্জামান।অনুষ্ঠানটি ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ইকোফিস কর্মকর্তা মোঃ কামরুল হাসান।
বক্তারা তাদের বক্তৃতায় জেলেদেরকে কিশোর ইলিশ বা জাটকা মাছ আহরন না করার জন্য অনুরোধ করেন। পাশাপাশি যারা নদীতে জাটকা মাছ আহরন করবে তাদেরকে সরকারের প্রচলিত আইনের আওতায় এনে সাস্তির বিধান করা হবে বলে সতর্ক করেন। উপস্থিত জেলেরা তাদের বক্তৃতায় নদীতে সকল ধরনের অবৈধ জাল ব্যবহার না করা ও জাটকা মাছ না ধরার প্রতিশ্রুতি প্রদান করেন।
এসময় ইকোফিস প্রকল্পের সুবিধাভোগী জেলে পরিবারের বিভিন্ন ইলিশ সংরক্ষন দলের পুরুষ সদস্যসহ জেলে নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।