রবিবার, ২৭ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনের গৃহবধুর গলায় ফাঁস দিয়ে আত্যহত্যা!
লালমোহনের গৃহবধুর গলায় ফাঁস দিয়ে আত্যহত্যা!
লালমোহন বিডিনিউজ:লালমোহনের এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্যহত্যা করেছে। আজ সকাল অনুমান ১১টার দিকে লালমোহন বদরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রজনীগন্দা আবাসনের দিনমুজুর ইসমাইলের শালিকা হাফসা ২৩ গলায় ফাঁস দেয় ।
জানাযায় হাফসা প্রায় ১০ বছর যাবত মানষিক রোগে বুকছেন তার আত্বীয় স্বজনেরা মনে করেন ওর বিয়ে হলে হয়তো সে ভালো হয়ে যাবে তাই বছর খানেক পূবে পৌরসভা ৯নং ওয়ার্ডের মিঝিগো মসজিদের পাশে নতুন বাড়ির দীনমজুর বেল্লালের সাথে তার বিয়ে দেয় । বিয়ের পরেও হাফসা পূবের মতই চলতে থাকে গত ৩/৪ দিন পূবেও হাফসা দৌলতখানে একা একা চলে যায় । আজ সকালে হাফসার বোন তানিয়া তার ঘরে হাফসাকে একটি হাঁস ছিলতে দিয়ে পাসেই ভেরির উপরে ধান রৌদ্র দিতে যায় , প্রায় আধা ঘন্টা পরে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্দ থাকায় আসে পাশের লোকজন সহ দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখে হাফসা তার ওরনা দিয়ে আড়ার সাথে গলায় ফাঁস দিয়েছেন ।