শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে থামানো যাচ্ছেনা hsc ফরম ফিলাপ বানিজ্য
লালমোহনে থামানো যাচ্ছেনা hsc ফরম ফিলাপ বানিজ্য
লালমোহন বিডিনিউজ : লালমোহন উপজেলায় কোনভাবেই কলেজে শিক্ষকদের ফরম পূরণ বাণিজ্য থামানো যা”েছ না। সরকারী-বেসরকারি কলেজগুলোতে চলছে এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের কাজ। শিক্ষকদের ফরম পূরণ বাণিজ্যের কাছে জিম্মি হয়ে পড়েছে শিক্ষার্থীরা।
এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণ বাবদ অতিরিক্ত টাকা না নেয়ার জন্য হাইকোর্টের নিষেধাজ্ঞা এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে কঠোর নির্দেশনা থাকলেও তা মানছেনা শিক্ষকরা। উপজেলার কয়েকটি কলেজ শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার ফরম পূরণকে সামনে রেখে প্রতিষ্ঠান প্রধানদের কাছে জিম্মি হয়ে পড়েছে।
দিনমজুর খেটে-খাওয়া অভাবী মানুষ উপায়অন্তর না দেখে পালের গবাদি পশু বিক্রি, এনজিও ও বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ ও দাদন এনে সন্তানদের ফরম পূরণ করতে বাধ্য হ”েছ। শিক্ষার্থীদের কাছ থেকে এভাবে জোর জুলুম করে টাকা আদায় করাতে শিক্ষাক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে বলে ভুক্তভোগীরা জানিয়েছে।
সরোজমিনে গিয়ে দেখা যায় লালমোহনে একমাত্র সরকারী শাহবাজপুর কলেজে এবারের ফরম ফিলাপে বিজ্ঞান বিভাগে ৮ হাজার ৭০ টাকা, বানিজ্য বিভাগে ৭ হাজার ৪০ টাকা ও মানবিক বিভাগে ৭ হাজার ৬শত টাকা নির্ধারন করা হয়েছে। এব্যাপারে কলেজের ফরম ফিলাপের দায়িত্বে থাকা অর্থনীতি বিভাগের শিক্ষক রিমন স্যার ও বাংলা বিভাগের আঃ হালিম স্যার উক্ত পরিমান টাকা নেওযার কথা স্বীকার করেছেন। শিক্ষা বোর্ড ও হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে কিভাবে এত বাড়তি টাকা নি”েছন এমন প্রশ্ন করলে তারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ গোলাম জাকারিয়ার সাথে যোগাযোগ করতে বলেন। এব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকারিয়া স্যার কে তার ০১৭১১৯০০৯৪৫ নম্বরে ফোন দিলে তার নম্বর বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
অন্যদিকে লালমোহন করিমুন্নেছা- হাফিজ মহিলা কলেজে ফরম ফিলাপের জন্য বিজ্ঞান বিভাগে ৮ হাজার, মানবিক ও বানিজ্য বিভাগে ৭ হাজর ৫শত,
গজারিয়া আজাহার উদ্দিন কলেজে বিজ্ঞানে ৯ হাজার ৫শ , বানিজ্যও মানবিকে ৮ হাজার ৯শত
ধলিগৌরনগর কলেজে বিজ্ঞানে ৭ হাজার ৯শ, বানিজ্য ও মানবিকে ৭ হাজার ৭ শত টাকা আদায় করছে বলে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেন।
জানাযায় এবছরের ফরম ফিলাপের জন্য বরিশাল শিক্ষা বোর্ড নিয়মিত প্রতি শিক্ষার্থীদের জন্য মানবিক ও বানিজ্য বিভাগে,১৪৪৫ টাকা ও বিজ্ঞান বিভাগে ১৬১৫ টাকা, ১ বিষয়ের জন্য ৩৭৫টাকা ও ২ বিষয়ের জন্য ৫৫৫ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ১০০ টাকা নির্ধারন করে বাড়তি টাকা না নেওয়ার জন্য নিদের্শ দিলেও তার তোয়াক্কা করছেন না কোন কলেজই।
এই ফরম পুরন বানিজ্য বন্ধ করতে পরীক্ষার্থীরা লালমোহন ও তজুমদ্দিনের জাতীয় সংসদ সদস্য শিক্ষাবান্ধব জননেতা দ্বীপবন্ধ আলহাজ¦ নূরুন্নবী চৌধুরী শাওনের হস্তক্ষেপ কামনা করেন।
এছাড়াও বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, ভোলার জেলা প্রশাসক, কলেজ গর্ভনিং বডির সভাপতি সহ অন্যান্য কর্তৃপক্ষকে কার্যকারী পদক্ষেপ নিয়ে বাড়তি অর্থ নেওয়া বন্ধ করে বোর্ড ফি দিয়ে ফরমফিলাপের সুযোগ করে দিতে অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী দারিদ্র পরিবারের পরীক্ষার্থী সহ সকল পরীক্ষার্থীদের অভিবাবক ।