বুধবার, ২৩ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে সরকারী শাহবাজপুর কলেজ সহ বে-সরকারী কলেজে গলাকাঁটা HSC ফরমফিলাপ ফি ! কর্তৃপক্ষ নিরব,অসহায় দারিদ্র পরিবারের শিক্ষার্থীরা ।
লালমোহনে সরকারী শাহবাজপুর কলেজ সহ বে-সরকারী কলেজে গলাকাঁটা HSC ফরমফিলাপ ফি ! কর্তৃপক্ষ নিরব,অসহায় দারিদ্র পরিবারের শিক্ষার্থীরা ।
লালমোহন বিডিনিউজ, মিজানুর রহমান লিপু : লালমোহনে সরকারী বে- সরকারী প্রতিটি কলেজে গলাকাঁটা ফরম ফিলাপ ফি ধরা হয়েছে। ২০১৫ সালে বোর্ড নির্ধারিত ফি ও হাই কোর্টের নিদের্শকে উপেক্ষা করে মনগড়া ভাবে ফরমফিলাপ ফি ৮/৯ হাজার টাকা ধার্য করায় বিপাকে পড়েছে দারিদ্র পরিবারের পরীক্ষার্থীরা। সরোজমিনে গিয়ে দেখা যায় লালমোহনে একমাত্র সরকারী শাহবাজপুর কলেজে এবারের ফরম ফিলাপে বিজ্ঞান বিভাগে ৮ হাজার ৭০ টাকা, বানিজ্য বিভাগে ৭ হাজার ৪০ টাকা ও মানবিক বিভাগে ৭ হাজার ৬শত টাকা নির্ধারন করা হয়েছে। এব্যাপারে কলেজের ফরম ফিলাপের দায়িত্বে থাকা অর্থনীতি বিভাগের শিক্ষক রিমন স্যার ও বাংলা বিভাগের আঃ হালিম স্যার উক্ত পরিমান টাকা নেওযার কথা স্বীকার করেছেন। শিক্ষা বোর্ড ও হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে কিভাবে এত বাড়তি টাকা নিচ্ছেন এমন প্রশ্ন করলে তারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ গোলাম জাকারিয়ার সাথে যোগাযোগ করতে বলেন। এব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকারিয়া স্যার কে তার ০১৭১১৯০০৯৪৫ নম্বরে ফোন দিলে তার নম্বর বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অন্যদিকে কৃষক পরীবারের অনেক শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আমরা পূর্বে বিভিন্ন খাতে ২/৩ হাজার টাকা কলেজে জমা দিলেও বর্তমানে ৪ হাজার টাকা দিয়ে ফরমফিলাপ করতে রাজি হচ্ছেনা কলেজের ফরম ফিলাপের দায়িত্বে থাকা হালিম ও রিমন স্যার। অন্যদিকে লালমোহন করিমুন্নেছা- হাফিজ মহিলা কলেজে ফরম ফিলাপের জন্য বিজ্ঞান বিভাগে ৮ হাজার, মানবিক ও বানিজ্য বিভাগে ৭ হাজর ৫শত, গজারিযা আজাহার উদ্দিন কলেজে বিজ্ঞানে ৯ হাজার ৫শ , বানিজ্যও মানবিকে ৮ হাজার ৯শত এবং ধলিগৌরনগর কলেজে বিজ্ঞানে ৭ হাজার ৯শ, বানিজ্য ও মানবিকে ৭ হাজার ৭ শত টাকা আদায় করছে বলে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেন। জানাযায় এবছরের ফরম ফিলাপের জন্য বরিশাল শিক্ষা বোর্ড নিয়মিত প্রতি শিক্ষার্থীদের জন্য মানবিক ও বানিজ্য বিভাগে,১৪৪৫ টাকা ও বিজ্ঞান বিভাগে ১৬১৫ টাকা, ১ বিষয়ের জন্য ৩৭৫টাকা ও ২ বিষয়ের জন্য ৫৫৫ টাকা এবং অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ১০০ টাকা নির্ধারন করে বাড়তি টাকা না নেওয়ার জন্য নিদের্শ দিলেও তার তোয়াক্কা করছেন না কোন কলেজই।এদিকে ফরম ফিলাপের গলাকাঁটা ফি সংগ্রহ করতে গিযে দারিদ্র পরিবারের অভিবাবকরা কম দামে ধান বিক্রি করা সহ উচ্চ হারে সুদের ্উপর অন্যের কাছ থেকে টাকা নিতে হচ্ছে বলে অনেক শিক্ষার্থী প্রতিবেদককে জানিয়েছেন।এদিকে বিভিন্ন কলেজ সুত্রে জানাযায় প্রতি শিক্ষার্থীর দুই বছরের বেতন , সেশন চার্জ সহ বিভিন্ন খাতের খরচ একত্রী করন করায় ফরম ফিলাপের টাকাটা বেশি মনে হলেও যারা পূর্বে যে টাকা জমা দিয়েছে নিধারির্ত টাকা থেকে তা বাদ দিয়ে ফরম ফিলাপ করতে পারবে। এ গলাকাট ফরম ফিলাপ বন্ধ করতে পরীক্ষার্থীরা লালমোহন ও তজুমদ্দিনের জাতীয় সংসদ সদস্য শিক্ষাবান্ধব জননেতা দ্বীপবন্ধ আলহাজ¦ নূরুন্নবী চৌধুরী শাওনের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়াও বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, ভোলার জেলা প্রশাসক, কলেজ গর্ভনিং বডির সভাপতি সহ অন্যান্য কর্তৃপক্ষকে কার্যকারী পদক্ষেপ নিয়ে বাড়তি অর্থ নেওয়া বন্ধ করে বোর্ড ফি দিয়ে ফরমফিলাপের সুযোগ করে দিতে অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী দারিদ্র পরিবারের পরীক্ষার্থী সহ সকল পরীক্ষার্থীদের অভিবাবকরা।