রবিবার, ২০ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » বই বিতরণের সঙ্গে উন্নয়ন ফি বাধ্যতামূলক
বই বিতরণের সঙ্গে উন্নয়ন ফি বাধ্যতামূলক
লালমোহন বিডিনিউজ : ২০১১ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি থেকে ‘বই উৎসবের’ মাধ্যমে কিছু শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে আসছে সরকার। ১ জানুয়ারির মধ্যে সব বই ছাপা শেষে হয় না কোনওদিনই। কয়েকটি বই দিয়েই বই উৎসব হয়ে আসছে ২০১১ খ্রিস্টাব্দ থেকে। কিন্তু এই বই উৎসবের অপর পিঠে রয়েছে বহু শিশুর কান্না। দেশের বেশিরভাগ বিদ্যালয়েই নতুন বই পেতে হলে শিক্ষার্থীকে একটি মোটা অঙ্কের টাকা ‘উন্নয়ন’ ফি হিসেবে জমা দিতে হয়।
সকল অভিভাবকের পক্ষে ঐ নির্দিষ্ট দিনে এত টাকা জোগাড় করা সম্ভব হয় না। এর ফলে সারা দেশের অন্তত ৬০ থেকে ৭০ শতাংশ শিক্ষার্থী বই উৎসবের দিনে বই পায় না। সচ্ছল পরিবারের ছেলেমেয়েরা ১ জানুয়ারি বই উৎসবের দিনেই নতুন বই নিয়ে বাড়ি আসে। কিন্তু দরিদ্র ও মধ্যবিত্ত সাধারণ পরিবারের ছাত্রছাত্রীরা বই না পেয়ে কাঁদতে কাঁদতেই বাড়ি ফেরে।
ভুক্তভুগীরা জানান, বিনামূল্যের বই বিতরণের সঙ্গে তথাকথিত ‘উন্নয়ন’ ফি জুড়ে দেওয়া হয়। একটি বিদ্যালয়ে সারা বছর লেখাপড়া করে যারা পরীক্ষায় পাস করে ওপরের শ্রেণিতে উঠেছে, তাদেরকে বিনামূল্যের বই দিতে বিদ্যালয়গুলোর আপত্তি থাকার কোনো কারণ থাকতে পারে না। এই বই নিয়ে শিক্ষার্থীরা পালিয়ে যাবে না বা কোথাও বিক্রিও করতে যাবে না।
বিদ্যালয়ের উন্নয়ন ফি আদায়ের কোনো নীতিমালাও নেই অর্থাৎ্ টাকার পরিমাণ বিদ্যালয় ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেহেতু এই উন্নয়ন ফি পরেও শিক্ষার্থীদের থেকে আদায় করা যায়, তাই বই উৎসবের আনন্দ থেকে শিশুদের বঞ্চিত করা উচিত নয়।
বর্তমান সরকারের বড় বড় সাফল্যের মধ্যে একটি ১ম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে নতুন বই বিতরণ। কতিপয় দুর্বৃত্ত উন্নয়ন ফি নিয়ে সরকারের এ সাফল্যে কালিমা লেপন করবেন তা মেনে নেওয়া যায় না।