রবিবার, ২০ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » আচারন বিধি লংঘন, হামলা-মারধরসহ নানা অভিযোগ তুলে ভোলায় আ’লীগ ও বিএনপির দুই মেয়র প্রার্থীর পাল্টা-পাল্টি সাংবাদিক সম্মেলনে অভিযোগ
আচারন বিধি লংঘন, হামলা-মারধরসহ নানা অভিযোগ তুলে ভোলায় আ’লীগ ও বিএনপির দুই মেয়র প্রার্থীর পাল্টা-পাল্টি সাংবাদিক সম্মেলনে অভিযোগ
ভোলা প্রতিনিধি ॥ ভোলায় পৌর নির্বাচনী প্রচারনায় বাঁধা, আচারন বিধি লংঘন, হামলা-মারধরসহ নানা অভিযোগ তুলে ধরে আওয়ামীলীগ ও বিএনপি মনোনিত মেয়র প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে পাল্টা-পাল্টি সাংবাদিক সম্মেলন করেছেন। রবিবার বেলা ১২ টায় জেলা ছাত্রদল অফিসে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হারুন অর রশিদ ট্রুম্যান ও দুপুর ২ টায় ভোলা প্রেসক্লাবে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান এ সাংবাদিক সম্মেলন করেন। এদিকে নির্বাচন যতো ঘনিয়ে আসছে প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়ছে।
বিএনপি প্রার্থী হারুন অর রশিদ অভিযোগ করে বলেন, শনিবার বিকালে ভোলা বকুল তলা মসজিদের সামনে প্রচার-প্রচারন, লিফলেট বিতরন ও গনসংযোগকালে প্রতিপক্ষ আওয়ামীলীগের মেয়র প্রার্থীর লোকজন জেলা ছাত্রদল সভাপতি খন্দকার আল-আমিন ও সাধারন সম্পাদক মিজানুর রহমান মাসুদের উপর হামলা চালিয়েছে। এছাড়াও ২ নং ওয়ার্ডে ট্রুমেনের কর্মী সবুজকে মারধরসহ তার নেতাকর্মীদের বিভিন্ন স্থানে হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করেন। তিনি আরো বলেন,যত বাধাই আসুক না কেন নির্বাচনের দিন পর্যন্ত মাঠে থাকবেন এবং সুষ্ঠ নির্বাচনের দাবী জানান। এসব অভিযোগে তিনি রিটানিং অফিসারকে জানিয়েছেন বলেও উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম খান,বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক,মাজাহারুল ইসলাম,জেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম কায়েদ,কাউন্সিলর প্রার্থী আবদুর রব আকন,সাবেক যুবদলের সভাপতি ইয়ারুল আলমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপর দিকে ভোলা প্রেসক্লাবে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান অভিযোগ করে বলেন, শনিবার বিকালে বকুল তলা মসজিদের সামনের সড়কে নির্বাচনী প্রচারনায় যাওয়ার পথে বিএনপি সমর্থকরা আমার গাড়ির সামনে এসে বাধা সৃষ্টি করে অবরুদ্ধ করে। এসময় তার কর্মী সমর্থকদের সাথে বিএনপির কর্মীদের বাকবিতন্ডা হয়। ৫ নং ওয়ার্ডে বিএনপির মেয়র প্রার্থী নিজেই আওয়ামী লীগের কর্মীদের হুমকি দেয় এবং দক্ষিন দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু নোমানের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। উল্টো তারাই আবার আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। নির্বাচনী পরিবেশ অশান্ত করার জন্য বিএনপির প্রার্থী চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। এ বিষয়টি জেলা রির্টানিং অফিসারের নিকট লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান তিনি। এ সাংবাদিক সম্মেলনে ভোলা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মমিন টুলুসহ আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীগন এ সময় উপস্থিত ছিলেন।