সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে প্রায় ১০লক্ষ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
লালমোহনে প্রায় ১০লক্ষ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
লালমোহন (ভোলা) প্রতিনিধি :ভোলার লালমোহনে মৎস্যসম্পদ ধ্বংসকারী বিপুল পরিমাণ অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রবিবার রাতে পরিত্যক্ত এলাকায় এসব জাল পুড়িয়ে ধ্বংস করে উপজেলা মৎস্য অফিস। এর আগে রবিবার রাত ১০টা পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ জাল আটক করে উপজেলা মৎস্য অফিসের বিশেষ কম্বিং অপারেশন টিম। এরমধ্যে ২টি ছোট ফাঁসের পাই জাল এবং ১টি টাইগার জাল। এসব জালের বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছে মৎস্য অফিস।
এসময় ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিত কুমার দেবের নির্দেশনায় এবং লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের সার্বিক তত্ত্বাবধায়নে অভিযানে উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন, তথ্য সংগ্রহকারী মো. নূর নবীসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।