রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ১শ পিস ইয়াবাসহ পুলিশের জালে ধরা চিহ্নিত মাদক কারবারি
লালমোহনে ১শ পিস ইয়াবাসহ পুলিশের জালে ধরা চিহ্নিত মাদক কারবারি
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে ১শত পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি আনোয়ার হোসেন (৩৫) কে আটক করেছে পুলিশ। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই মো. ইউসুফ ও মো. মফিজুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
আনোয়ার পৌরসভার ৬নং ওয়ার্ড উত্তর বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, ১শত পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে। এর পূর্বেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আটককৃতেট বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে।