রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » এতিম শিশুদের শীতবস্ত্র দিলো লালমোহন ফাউন্ডেশন
এতিম শিশুদের শীতবস্ত্র দিলো লালমোহন ফাউন্ডেশন
নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে শীতে এতিম শিশুদের একটু উষ্ণতার ছোঁয়া প্রদানের লক্ষ্যে কয়েকটি ক্বওমী মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ করেছে লালমোহন ফাউন্ডেশন ঢাকা।
শুক্রবার সকালে উপজেলার মাদিনাতুল উলুম কাওমি মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া মাহিয়াসুন্নহ মাদ্রাসা, মাদিনাতুল উলুম নূরানী ও হাফিজিয়া মাদ্রাসাসহ মোট ৯টি মাদ্রাসা লয় শীতবস্ত্র পৌঁছে দেয় সংগঠনটি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম সাহেবের পৃষ্ঠপোষকতায় লালমোহন ফাউন্ডেশন ঢাকা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
এদিন মাদ্রাসাসহ লালমোহন বাজারের হতদরিদ্র মানুষের মাঝে এক হাজার পিস কম্বল বিতরণ করে “লালমোহন ফাউন্ডেশন ঢাকা”।
এসময় লালমোহন ফাউন্ডেশন ঢাকার সাধারণ সম্পাদক রাইসুল আলম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন কোমল, সমাজকর্মী জাকির হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।