শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন বিএনপির সদস্য সচিব শেরে বাংলা স্মৃতি পদকে ভূষিত
লালমোহন বিএনপির সদস্য সচিব শেরে বাংলা স্মৃতি পদকে ভূষিত
সালাম সেন্টু : শেরে বাংলা স্মৃতি পদকে ভূষিত হয়েছেন ভোলার লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর পল্টন টাওয়ারের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে “অবিভক্ত বাংলার জাতীয় নেতা শেরে বাংলা একে ফজলুল হকের কর্মময় জীবন” শীর্ষক আলোচনা সভা সম্মাননা প্রদান ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে “শেরে বাংলা একে ফজলুল হক স্মৃতি পরিষদ”।
এদিন শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েতকে “শেরে বাংলা বাংলা স্মৃতি পদক” এ ভূষিত করে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সিকদার মকবুল হক।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সম্মাননা স্মারক অর্জন করেন শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত।