শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » কোকো’র আত্মার শান্তি কামনায় লালমোহনে বিএনপির দোয়া মোনাজাত
কোকো’র আত্মার শান্তি কামনায় লালমোহনে বিএনপির দোয়া মোনাজাত
নিজস্ব প্রতিনিধি : জাতীয়তাবাদি দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দম্পত্তির কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো’র ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোলার লালমোহনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় আরাফাত রহমান কোকো ও জিয়াউর রহমানের পরকালের জীবনে শান্তি কামনা, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেন উপস্থিতিরা।
পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া ঝান্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা আবদুল আউয়াল।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. ফরিদ উদ্দিন, শফিউল্লাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন ইমরান, যুগ্ম সম্পাদক নিরব হাওলাদার, উপজেলা জাসাসের সভাপতি আজাদুর রহমান, পৌরসভা শ্রমিকদলের সভাপতি হাসান হাওলাদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন।