শনিবার, ২ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বিয়ে বাড়িতে লাখ টাকার চাঁদা দাবী! ২০ হাজার পরিশোধে বিবাহ সম্পূর্ণ।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে বিয়ে বাড়িতে লাখ টাকার চাঁদা দাবী! ২০ হাজার পরিশোধে বিবাহ সম্পূর্ণ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহনে বিয়ে বাড়িতে লাখ টাকা চাঁদা দাবী করেছে বখাটেরা। পরবর্তীতে নগদ ২০ হাজার টাকা চাঁদা দিয়ে বিবাহ সম্পূর্ণ হলেও বখাটেদের দাবী অনুযায়ী আরো ৫০ হাজার টাকা দ্রুত পরিশোধ করতে হবে। উপজেলার বদরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মনিরের বাড়িতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী আবুল হোসেন জানান, শুক্রবার (১ নভেস্বর) জুমার পর আমার ছেলে নুরনবীর সাথে একই ওয়ার্ডের পাশ্ববর্তী ঢালী বাড়ির বসু ঢালীর মেয়ের সাথে বিবাহ সম্পূর্ণ হওয়ার কথা ছিলো। বিবাহ শুরুর সময় এলাকার বখাটে জাকিরের নেতৃত্বে হাফেজ, ফরহাদ, আব্বাছ, মুকতারসহ কয়েকজন মিলে আমাকে বলে এই বিয়ে হতে হলে তাদেরকে এক লাখ টাকা চাঁদা দিতে হবে। চাঁদা না দিলে বিবাহ হবে না। এ নিয়ে বিভিন্ন দেন দরবারের পর আমরা সন্ধ্যার আগে জাকির কে নগদ ২০ হাজার টাকা চাঁদা প্রদান করি।এছাড়া আরো ৫০ হাজার টাকা তাদেরকে দ্রুত পরিশোধ করবো এই ওয়াদা দিয়ে মাগরিববাদ আমার ছেলের বিবাহ সম্পূর্ণ হয়। তারা এলাকায় খারাপ লোক হিসেবে পরিচিত। আমরা এলাকায় নিরীহ মানুষ তাদের কথামত চাঁদা না দিলে আমাদেরকে মারধরসহ বিভিন্ন হয়রানি করতো।এজন্য ভয়ে আমরা তাদেরকে ২০ হাজার টাকা চাঁদা প্রদান করি এবং বাকী ৫০ হাজার টাকা দু‘তিন দিনের মধ্যে দিতেই হবে।
চাঁদা চাওয়া ও নগদ ২০ হাজার টাকা চাঁদা নেয়ার ব্যাপারে জাকির কে জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি অস্বীকার করেন।
বিয়েতে চাঁদা দাবীর ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, ঘটনাটি ঘটনাস্থলে ফোর্স পাঠানো হেয়েছে। ঘটনা সত্য হলে আইন আনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।