রবিবার, ২০ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বিশিষ্ট ব্যাবসায়ী মিন্টু মিয়ার ছেলে জাকির পরকীয়া করে এক সন্তানের জননী নিয়ে উদাও
লালমোহনে বিশিষ্ট ব্যাবসায়ী মিন্টু মিয়ার ছেলে জাকির পরকীয়া করে এক সন্তানের জননী নিয়ে উদাও
লালমোহন বিডিনিউজ : লালমোহনে রেহানা ষ্টোরের মালিক বিশিষ্ট মুদী ব্যাবসায়ী মিন্টু মিযার ছেলে পৌর যুবদলের সভাপতি জাকির পরকীয়া করে এক সন্তানের জননী নিয়ে পালিয়েছেন। গত শুক্রবার সকাল ১১ টার দিকে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরী কালাম মিয়ার মেয়ে ও বাজারের নোয়াব ডেন্টালের মালিক নোয়াবের স্ত্রী নাছিমাকে নিয়ে উদাও হয়ে যায়। জানাযায় , নাছিমার সাথে জাকিরের দীর্ঘ দিনের পরকীয়া চলে আসছিল। নাছিমা ঢাকাতে ডেন্টালে পড়ার সুবাদে এদের পরকীয়া আস্তে আস্তে পোক্ত হতে থাকে । কয়েক মাস পূর্বেও এরা উদাও হয়ে প্রায় ৭/৮ দিন একত্রে ছিল।ঐ দিন নাছিমা তার মেয়েকে নিয়ে লালমোহন পৌরসভার ২ নং ওয়ার্ডের নোয়াবের বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে খোজঁ নিয়ে জানাযায় সে তিন সন্তানের জনক লম্পট জাকির নাছিমাকে নিয়ে নতুন পথে যাত্রা করেছে। জাকিরের বড় মেয়ে মেডিকেলে অধ্যায়নরত রয়েছে বলে জানাযায়। এব্যাপারে আজ দুপুরে উক্ত ঘটনার জের ধরে মিন্টু মিয়াকে লালমোহন থানায় নেওয়া হয়েছে বলে সুত্রে জানাগেছে।
লালমোহন থানার ভারপাপ্ত কর্মকর্তা আকরুজ্জমান জানান জাকিরকে আসামী করে মামলা হয়েছে ।