বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ৯ জেলের অর্থদন্ড, সাড়ে ৯ হাজার মিটার জাল জব্দ।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে ৯ জেলের অর্থদন্ড, সাড়ে ৯ হাজার মিটার জাল জব্দ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার রাতে উপজেলার তেঁতুলিয়া নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মা ইলিশ রক্ষায় চলমান নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে ৯ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৪১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তৌহিদুল ইসলাম।
এছাড়াও অভিযানে জব্দ করা হয় ৯ হাজার পাঁচশত মিটার জাল, বিভিন্ন প্রজাতির ২০ কেজি মাছ এবং দুইটি মাছ ধরা ট্রলার। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এতিমখানায় বিতরণ করা হয় জব্দকৃত মাছ। ট্রলার দুইটি পরবর্তীতে নিলামের জন্য উপজেলা মৎস্য অফিসের জিম্মায় দেওয়া হয়েছে।
অভিযানে লালমোহন উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মো: সাইদুর রহমান, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ) মো: কায়সারুল হক, এসআই মোস্তফা মনিরুলসহ অন্যান্য পুলিশ সদস্য এবং মৎস্য অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।