শনিবার, ১৯ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » আন্দোলনে যাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা
আন্দোলনে যাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা
লালমোহন বিডিনিউজ :অষ্টম জাতীয় পে স্কেলে অসন্তুষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। নতুন গেজেট অনুযায়ী ৪০ হাজার প্রধান শিক্ষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে দাবি তাঁদের।
অবিলম্বে শিক্ষকদের গেজেটেড মর্যাদাসহ বেতন নির্ধারণের মাধ্যমে এ জটিলতা দূর করা না হলে আবারও আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।
শুক্রবার সমিতির সিনিয়র সহসভাপতি জুলফিকর আলী ও সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম তোতা স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ২০১৪ সালে প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা এবং সহকারী শিক্ষকদের এক ধাপ বেতন বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়। প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা দেওয়ার কারণে ২০১৪ সালের ৯ মার্চ থেকে তাঁদের টাইম স্কেল বন্ধ হয়ে যায়। ফলে যেসব প্রধান শিক্ষক সপ্তম জাতীয় বেতন স্কেল অনুযায়ী আট হাজার টাকা স্কেলে বেতন পেতেন, তাঁদের বেতন ১৬ হাজার টাকার স্কেলে (দশম ধাপে) হওয়ার কথা। কিন্তু তাঁদের বেতন ১২ হাজার ৫০০ টাকা স্কেলে (এগারোতম ধাপে) নির্ধারণ করা হয়েছে।
এতে নতুন ৪০ হাজার প্রধান শিক্ষক প্রতি মাসে প্রায় পাঁচ হাজার টাকা কম বেতন পাবেন।
তারা বলেন, দ্বিতীয় শ্রেণির মর্যাদার পর বেতন নির্ধারণে জটিলতা দূর করতে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন ও বৈঠক করা হয়েছে। কিন্তু মন্ত্রণালয়ের অনীহার কারণে সমস্যার সমাধান হয়নি। এ নিয়ে দুই মন্ত্রণালয়ের কাজ চিঠি চালাচালির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।