বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে পূজা মন্ডপ পরিদর্শনকালে,জেলা প্রশাসক ‘সবাই মিলে সাম্যতার সঙ্গে বাংলাদেশে বসবাস করবো’।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে পূজা মন্ডপ পরিদর্শনকালে,জেলা প্রশাসক ‘সবাই মিলে সাম্যতার সঙ্গে বাংলাদেশে বসবাস করবো’।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আজাদ জাহান বলেছেন, ‘আমরা সবাই মিলে সাম্যতার সঙ্গে বাংলাদেশে বসবাস করবো, এখানে কোনো ধর্মের ভেদাভেদ থাকবে না। সকলের ঐক্যবদ্ধতায় এই বাংলাদেশে থাকবে সুন্দর একটি সমাজ ব্যবস্থা।
বৃহস্পতিবার রাত ৮ টায় ভোলার লালমোহন পৌরশহরের শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দিরের পূজাম-প পরিদর্শন শেষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক বলেন, হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই শারদীয় দুর্গোৎসব। এই উৎসব শেষ হওয়া পর্যন্ত সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে প্রশাসন। সুষ্ঠু ও সুন্দরভাবে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করতে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনজুর হোসেন, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।