শনিবার, ১৯ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে নতুন ঘর উঠানোকে কেন্দ্র করে ১ যুবকের মৃতু ।
লালমোহনে নতুন ঘর উঠানোকে কেন্দ্র করে ১ যুবকের মৃতু ।
লালমোহন বিডিনিউজ :লালমোহনে নতুন ঘর উঠানোকে কেন্দ্র করে এরশাদ ৩০ নামে এক যুবকের মৃতু হয়েছে । ১৯ই ডিসেম্বর শনিবার রমাগঞ্জ ২নং ওয়ার্ডের নবাইয়াগো বাড়ীতে এ ঘটনা ঘটে ।
তথ্যসূত্রে যানাযায় একই বাড়ীর আবদুল আজিজের ছেলে আবদুর রহিম বাবু ,মেয়ে বেগী বেগম , জয়নব, লাইজু ,জামাতা নুরনবীর ঘর উঠাতে গেলে এরশাদ তার ভাই মাকসুদ ও তার মা সহ তাদের জমিতে ঘর উঠাচ্ছে বলে বাধা দিতে গেলে আজিজ গংরা তাদের এলো পাথারি ভাবে লাঠি ও ঘরের বাগা দিয়ে পিটিয়ে গুরুতর যখম করে পালিয়ে যায় । এলাকার লোকজন তাদের লালমোহন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাঃ এরশাদকে মৃত ঘোষনা করেন ।
এ ব্যাপারে লালমোহন থানায় মামলার প্রস্তুতি চলছে …………………