শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » বিএনপির স্থায়ী কমিটিতে মেজর হাফিজ, লালমোহনে আনন্দ মিছিল।।লালমোহন বিডিনিউজ
বিএনপির স্থায়ী কমিটিতে মেজর হাফিজ, লালমোহনে আনন্দ মিছিল।।লালমোহন বিডিনিউজ
লালমোহন ভোলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদ। এর আগে দলটির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন তিনি।
শুক্রবার (১৬ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করার পর আনন্দ মিছিল বের করেছে লালমোহনের বিএনপি নেতা-কর্মীরা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদ কে শুভেচ্ছা জানিয়ে শুক্রবার বিকেলে (১৬ আগস্ট) উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি মো: সাদেক ঝান্টু, সদস্য সচিব জাকির হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক (প্রস্তাবিত) কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।