
সোমবার, ১২ আগস্ট ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনের সড়কে ফিরলো ট্রাফিক পুলিশ।।লালমোহন বিডিনিউজ
লালমোহনের সড়কে ফিরলো ট্রাফিক পুলিশ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহনে ছয়দিন পর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে ফিরেছে পুলিশ। সোমবার (১২ আগস্ট) সকাল থেকে পৌর শহরের চৌরাস্তা ও থানার মোড়ে ট্রাফিক সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার পর দেশের বিভিন্ন থানায় বিক্ষোভকারীদের হামলার ঘটনায় ৬ আগস্ট পুলিশ সদস্যরা মাঠ ছেড়ে চলে যান। পরবর্তীতে ১১ দফা দাবিতে কর্মবিরতি পালন করেন তারা।
সোমবার (১২ আগস্ট) সকাল থেকে লালমোহন পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের কাজ করতে দেখা গেছে। তাদেরকে হযোগিতা করছেন শিক্ষার্থীরা।
এর আগে রবিবার (১১ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের প্রতিনিধিদলের বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন ১১ দফা দাবিতে আন্দোলনরতরা। ওই বৈঠকে পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের সিদ্ধান্ত হয়।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, লালমোহন পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক সদস্যরা দায়িত্ব পালন করছেন। আপাতত সড়কে শৃঙ্খলা ফেরানোর কাজ করছেন তারা। এসময় ট্রাফিক নিয়ন্ত্রণে সহযোগিতা করায় শিক্ষার্থীদের ধন্যবাদ জানান তিনি।
এদিকে সড়ক নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্বে ফেরায় তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা