শুক্রবার, ৯ আগস্ট ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | বিভাগের খবর | ভোলা | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ভোলায় সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা।।লালমোহন বিডিনিউজ
ভোলায় সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলায় বিভিন্ন সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারন শিক্ষার্থীরা । এছাড়াও ট্রাফিকের আইন মেনে চলার পরামর্শ দিচ্ছেন সকল চালকদের। শিক্ষার্থীদের সাথে বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকরা ও ফায়ার সার্ভিস কর্মীরা দায়িত্ব পালন করেন। এদিকে শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগতম জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ যাবাহনের চালকরা।
শুক্রবার সকাল থেকে ভোলার শহরের সদর রোড, বাংলাস্কুল মোড়, বরিশাল দালাল এলাকায় ও ভোলা বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড, ইলিশা বাস স্ট্যান্ড, ঘুগিরঘোলসহ বিভিন্ন স্থানে বিভিন্ন স্কুল-কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও রেড ক্রিসেন্ট, রোবাল স্কাউট, ফুল কুড়ি, বিএনসিসিসহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকরা এ দায়িত্ব পালন করেন ।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এ্যানি আক্তার ও সাধারন শিক্ষার্থীরা মো: মমিন, তাওহিদ এবং এম তসলিম জানান, বর্তমানে যেহেতু সড়কে পুলিশ ও ট্রাফিক পুলিশ তাদের দায়িত্ব পালন করছেন না। তাই তারা সড়কে নেমে সড়কের জ্যাম ও মানুষের নিরাপত্তায় কাজ করছেন। এবং সকল যানবাহন চালককে ট্রাফিক আইন মেনে চলার জন্য অনুরোধ করছেন ।