শুক্রবার, ৯ আগস্ট ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে শান্তি বজায় রাখতে মসজিদে মসজিদে বিএনপির আহবান।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে শান্তি বজায় রাখতে মসজিদে মসজিদে বিএনপির আহবান।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহনে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে জুমআ’র নামাজের পূর্বে মসজিদে মসজিদে আহবান জানান বাংলাদেশ জাতীয়তাবাদি দলের (বিএনপি) নেতারা।
শুক্রবার লালমোহন পৌর শহরের মোল্লা জামে মসজিদে জুমআ’র নামাজের পূর্বে মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত।
এসময় ভোলা-৩ আসনের সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদের নির্দেশে চলমান সময়ে লালমোহনে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহবান জানান তিনি।
মুসল্লিদের উদ্দেশ্যে শফিকুল ইসলাম বাবুল বলেন, বিএনপি ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাসী নয়, হানাহানি, মারামারি, লুটপাট আওয়ামী লীগের কাজ। তাই বিএনপির নাম ভাঙিয়ে কেউ হানাহানি, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তাদেরকে কঠোর হস্তে দমনের নির্দেশ দিয়েছেন আমাদের নেতা মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ। একইসাথে লালমোহনে শান্তি বজায় রাখতে সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।
পরে জুমআ’র নামাজ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতার রুহের মাগফেরাত কামনা, আহতদের আরোগ্যলাভ ও দেশের শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।
এসময় লালমোহন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সোহেল আজিজ শাহীন পাটোয়ারী, পৌরসভা বিএনপির সভাপতি মো: সাদেক ঝান্টু, উপজেলা যুবদলের আহবায়ক (প্রস্তাবিত) কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।