বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অর্থনীতি | শিরোনাম | সর্বশেষ » অনলাইনে বেতন ও পেনশন নির্ধারণে সফটওয়্যার উদ্বোধন
অনলাইনে বেতন ও পেনশন নির্ধারণে সফটওয়্যার উদ্বোধন
লালমোহন বিডিনিউজ, রাশেল সিকদার ঢাকা: অনলাইনে বেতন ও পেনশন নির্ধারণের সফটওয়্যার উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এ সফটওয়্যার উদ্বোধন করেন।
নতুন এ সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে সরকারি চাকরিজীবীরা খুব অল্প সময়ের মধ্যে নতুন পে-স্কেলে তাদের বেতন নির্ধারণ করতে পারবেন। একইসঙ্গে পেনশনভোগিরা পেনশনের যাবতীয় কাজ এখন অনলাইনে করতে পারবেন।
এই ব্যবস্থায় বেতন ও পেনশন নির্ধারণ হওয়ায় ভোগান্তি থেকে রেহাই পাবেন সরকারি চাকরিজীবী ও পেনশনভোগিরা।
এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘অনলাইনে বেতন ও পেনশন ব্যবস্থা প্রবর্তন হওয়ায় ২৩৬ বছরের পুরোনো ব্যবস্থার অবসান হলো চিরদিনের জন্য। এর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ আরো এক ধাপ এগিয়ে গেল।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের জন্য আলাদা কোনো বেতন কাঠামো হবে না। তবে গভর্নর ও ডেপুটি গভর্নর বিশেষ ব্যবস্থায় তাদের বেতন পাবেন।’
সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম, অর্থ্ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, স্থানীয় সরকারি বিভাগের সচিব আব্দুল মালেক, মহাহিসাব নিরীক্ষকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।