রবিবার, ৪ আগস্ট ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালনোহনে নাশকতা রোধে আওয়ামী লীগের জমায়েত।।লালমোহন বিডিনিউজ
লালনোহনে নাশকতা রোধে আওয়ামী লীগের জমায়েত।।লালমোহন বিডিনিউজ
স্টাফ রিপোর্টার : চলমান কোটা আন্দোলনের নামে বিএনপি জামাতের নৈরাজ্য ও নাশকতা প্রতিরোধে ভোলার লালমোহনে জমায়েত হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
রবিবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে জমায়েত হন তারা। এর আগে সকালে লালমোহন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করা হয়। মিছিল লালমোহন পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় এসে সমবেত হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লালমোহন উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাকির হোসেন, পৌরসভা ছাত্রলীগের আহবায়ক ভিপি রাসেলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।