বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
লালমোহনে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে ১ কেজি গাঁজাসহ রিপন (২৩) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার লালমোহন ইউনিয়নের ৪নং ওয়ার্ড ফুলবাগিচা গ্রাম থেকে তাকে আটক করা হয়। রিপন ফুলবাগিচা গ্রামের নুরুল ইসলাম দফাদারের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় মাদক উদ্ধার অভিযান চালায় লালমোহন থানার এসআই মোঃ ইউসুফসহ সঙ্গীয় ফোর্স। এসময় ফুলবাগিচা গ্রামের মিঝি বাড়ির দরজা থেকে চিহ্নিত মাদক কারবারি রিপন কে আটক করা হয় এবং তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
আটকের সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাহবুব উল আলম বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।