
বুধবার, ১৬ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে হোন্ডা চাপায় পথচারী নিহত
লালমোহনে হোন্ডা চাপায় পথচারী নিহত
লালমোহন বিডিনিউজ :লালমোহনে হোন্ডা চাপায় পথচারী নিহত হয়। গত ১৫ ডিসেম্ভর মঙ্গল বার বিকেল অনুমান পাঁচ টায় সৈনিক বাজরের কাছে বশির মেম্বারের বাড়ির সামনে চরফ্যাশনের ওমরপুর ৩নং ওয়ার্ডের নূরুল ইসলামম (৫৫) কে লালমোহন পৌর সভার ৯নং ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে আরিফ বেপরোয়া হোন্ডা চালিয়ে চাপা দেয়। সাথে সাথে স্থানীয় লোকজন সহগ তার বোন জামাই হোসেন তাকে দ্রত লালমোহন হাসপাতালে নিয়ে আসলে রুগির অবস্থা বেশি খারাপ থাকায় তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয় । ঐ দিন দিবাগত রাতেই ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুল ইসলাম মৃত বরন করেন। জানাযায়, নুরুল ইসলাম পশ্চিম চর উম্মেদ ইউনিয়নে তার বোন জামাই হোসেনের বাড়িতে বেড়াতে এসে এমন র্দূঘটনার স্বীকার হয়। পরদিন বুধবার আরিফকে বিবাদী করে নুরূল ইসলামের ছেলে হাফিজ লালমোহন থানায় হত্যা মামলা দায়েরের এজাহার দাখিল করেছে। বর্তমানে লালমোহন থানার পুলিশ ভোলা সদর হাসপাতালে লাসের তদন্তের জন্য অবস্থান করছে বলে সুত্রে জানাযায়। আরিফ লালমোহন উপজেলা চেয়াম্যানের গাড়ির ড্রাইভার বলে জানাগেছে। এব্যাপারে আরিফের মোবাইল নম্বারে ফোন দিলে তা বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।