বুধবার, ১৬ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে কেকরা ট্রলির ধাক্কায় মটর সাইকেল ও দোকান ভাংচুর
লালমোহনে কেকরা ট্রলির ধাক্কায় মটর সাইকেল ও দোকান ভাংচুর
লালমোহন বিডিনিউজ :লালমোহনে কেকরা ট্রলির ধাক্কায় তিনটি মটর সাইকেল ও একটি মুদি দোকান ভাংচুর হয় । আজ বুধবার দুপুর ২টায় লালমোহন বাজারের ওয়েস্টান পাড়ায় রিয়াজ মেকারের হোন্ডা মেরামতের দোকানের ৩টি হোন্ডা ভাংচুর ও পাশের মোসারফের মুদি দোকানের জাপ সহ খুটি ভেঙ্গে গিয়ে ভেতরের মালামাল ভাংচুর করে । যানাযায় গজারিয়া থেকে প্রায় ১০০পিজ বড় গাছের খন্ড গাড়িতে বোঝাই করে লালমোহনের ওয়েস্টান পাড়া ব্রিজের উপর দিয়ে নিয়ে আসার সময় ঐ কেকরা ট্রলির ব্রেক ছিরে এ ঘটনা ঘটে ।