সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি সুমন আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি সুমন আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহনে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি মোঃ সুমন ওরপে কুঁজো সুমন (৩৬) কে আটক করেছে পুলিশ।
রবিবার বিকেলে লালমোহন পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ড ওয়েস্টার্ন পাড়াস্থ সুমনের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। সুমন ওই এলাকার মৃত শাবু ওরপে শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই মোহাম্মদ ইউসুফ ও সঙ্গীয় ফোর্স পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডে অভিযান চালিয়ে কুঁজো সুমন কে আটক করেন। এসময় সুমনের দেহ তল্লাশি করে দুইশত গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
আটকের সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাহবুব উল আলম বলেন, সুমন ওরপে কুঁজো সুমন চিহ্নিত মাদক কারবারি। এর আগেও ভোলা এবং লালমোহন থানায় তার বিরুদ্ধে চারটি মাদক মামলা রয়েছে। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।