শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে প্রতিপক্ষের হামলায় গর্ভবতী নারীসহ আহত-৩
লালমোহনে প্রতিপক্ষের হামলায় গর্ভবতী নারীসহ আহত-৩
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে তুচ্ছ ঘটনার জেরে গর্ভবতী নারীসহ ৩ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার বদরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড দেবীরচর গ্রামের মেলকার বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, গর্ভবতী নারী বৃষ্টি, বৃদ্ধা বিবিজা খাতুন ও নাহার বেগম। আহতরা বর্তমানে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত বৃষ্টির স্বামী রোমান মেলকার অভিযোগ করে বলেন, বদরপুরের গত ইউপি নির্বাচনে একই বাড়ির শাহাবুদ্দিন মেলকার ইউপি সদস্য পদে নির্বাচন করে হেরে যান। আমরা তারই সমর্থক ছিলাম। কিন্তু হেরে যাওয়ার পর আমাদেরকে দোষারোপ করতে থাকেন তিনি। তারই জের ধরে আমাদের ওপর ক্ষিপ্ত থাকেন শাহাবুদ্দিন মেলকার ও তার পরিবার।
রোমান মেলকার আরও বলেন, গতকাল ঈদের দিন শাহাবুদ্দিন মেলকারদের সাথে অন্য একটি পক্ষের মারামারি হয়। আজ (শুক্রবার) আমার ঘরে আমারই পরিবারের লোকজন (বৃষ্টি, বিবিজা খাতুন ও নাহার বেগম) একে অপরের সাথে কথা বলছিলেন এবং হাসাহাসি করছিলেন। বিষয়টিকে গতকালের ঘটনায় উপহাস ভেবে শাহাবুদ্দিন মেলকারের ভাই জিয়া মেলকার ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার ভাই ফরিদ, শাহাবুদ্দিন, খোকন, ভাতিজা সুজন, হৃদয় ও স্থানীয় রাকিবসহ আরো কয়েকজন মিলে ঘরে থাকা মহিলাদের ওপর হামলা চালায়। এতে আমার গর্ভবতী স্ত্রী বৃষ্টি, দাদি বিবিজা খাতুন ও চাচি নাহার বেগম গুরুতর আহত হন।
এ বিষয়ে জানতে চাইলে শাহাবুদ্দিন মেলকারের ভাই ফরিদ মেলকার বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, মারামারির ঘটনায় উভয়পক্ষ হাসপাতালে। কোনো পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশ দেখে মোটরসাইকেল রেখে কয়েকজন পালিয়ে যায়। পরে তিনটি মোটরসাইকেল থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।