বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে বজ্রপাতে একজনের মৃত্যু, আহত-২
বোরহানউদ্দিনে বজ্রপাতে একজনের মৃত্যু, আহত-২
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে একটি ইটভাটারয় বজ্রপাতে বাহাদুর (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে রাকিব ব্রিকস নামের ইটভাটায় এ ঘটনা ঘটে। বাহাদুর সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার হরিতলার আঃ রশিদের ছেলে। বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হয়েছেন রবিউল (২৪) ও মহসিন (৩৭) নামে আরও দুইজন। আহতদের কে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহতের স্বজন মহসিন জানান, বৃষ্টি চলাকালীন সময়ে ইটভাটার কাঁচা ইট পলিথিন দিয়ে ঢাকতে গিয়েছিলো ওরা। এ সময় বজ্রপাত হলে বাহাদুরের মৃত্যু হয় এবং চারজন আহত হন। তাদের কে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গুরুতর আহত দুইজন কে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।