মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ঢাকার কিশোরগঞ্জ থেকে হত্যা মামলার তিন আসামি কে গ্রেফতার করেছে ভোলার লালমোহন থানা পুলিশ।
মঙ্গলবার সকালে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে কিশোরগঞ্জের করিমগঞ্জ থানাধীন কাদেরজঙ্গল ইউনিয়নের ৫নং ওয়ার্ড হাতড়াপাড়া গ্রাম থেকে তাদের কে গ্রেফতার করে লালমোহন থানায় আনা হয়। আসামিরা হলেন, মো: রিপন, তার স্ত্রী সুইটি বেগম ও মা বিবি ছখিনা। রিপন উপজেলার চরভূতা ইউনিয়নের ৯নং ওয়ার্ড কুড়ালিয়া কান্দি গ্রামের বাসিন্দা আবুল কালাম সিকদারের ছেলে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাহবুব উল আলম বলেন, গত বছরের ৩০ ডিসেম্বর সকালে একটি গাছের মালিকানা দাবি করে রিপন ও তার চাচি পারভিন বেগমের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে পারভীন বেগম কে গাছের ডালা দিয়ে আঘাত করে রিপন। এতে গুরুতর আহত হন পারভিন। পরে তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। অবশেষে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান পারভীন। এ ঘটনায় চলতি বছরের ১ জানুয়ারি পারভীন বেগমের স্বামী বাচ্চু সিকদার বাদী হয়ে রিপনসহ ৪জনকে আসামি করে লালমোহন থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে পলাতক থাকে আসামিরা।
অবশেষে তথ্য প্রযুক্তির সহয়তায়, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে ঢাকার কিশোরগঞ্জে রিপনের শশুর বাড়ি থেকে ৩ আসামি কে গ্রেফতার করা হয়। তাদেরকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।