মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলায় শ্রেষ্ঠ হলেন লালমোহন থানার ওসি মাহবুব
ভোলায় শ্রেষ্ঠ হলেন লালমোহন থানার ওসি মাহবুব
সালাম সেন্টু : ভোলা জেলা পুলিশের ফেব্রুয়ারি মাসের মাসিক কল্যাণ সভায় জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন লালমোহন থানার অফিসার ইনচার্জ এসএম মাহবুব উল আলম।
সোমবার (১১ মার্চ) ভোলা জেলা পুলিশ’র আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় জেলার শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি স্বরূপ এসএম মাহবুব উল আলম’র হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান।
জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান’র সভাপতিত্বে ও ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার’র সঞ্চালনায় কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মামুন অর রশিদ,লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বাবুল আখতার, তজুমদ্দিন সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মাসুম বিল্লাহ, চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী হাসানসহ আরও অনেকে।