বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনের পশ্চিম চরউমেদ ইউপি নির্বাচন স্থগিত ঘোষণা
লালমোহনের পশ্চিম চরউমেদ ইউপি নির্বাচন স্থগিত ঘোষণা
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো: ইউসুফ হারুন।
জানা যায়, আগামী ৯মার্চ পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিতের লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছিলো উপজেলা নির্বাচন অফিস। তবে আজ (৭মার্চ) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো: আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে মহামান্য হাইকোর্টের আদেশ প্রতিপালন করতে উপজেলা নির্বাচন কর্মকর্তা কে নির্দেশ প্রদান করা হয়।
চিঠিতে বলা হয়, মাননীয় হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-১৯৮৫/২০২৪ এর ২৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের আদেশ প্রতিপালনার্থে ৯মার্চ অনুষ্ঠেয় পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৪ জানুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তির কার্যক্রম আদেশের তারিখ হতে ৩ মাসের জন্য স্থগিতের আইনগত বাধ্যবাধকতা রয়েছে। সেইসাথে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী আদেশের কপি প্রাপ্তির ২ মাসের মধ্যে আবশ্যিকভাবে নবগঠিত ইউনিয়ন ১০নং মোতাহারনগর ও পুনর্গঠিত পশ্চিম চরউমেদ ইউনিয়নের ভোটার তালিকা পুর্নবিন্যাস করে ইউনিয়ন দুটিতে আইনগত বাধ্যবাধকতা রয়েছে মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। সেই সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কে নির্দেশ প্রদান করা হয়।
সে নির্দেশনার আলোকে পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: ইউসুফ হারুন।