বুধবার, ৬ মার্চ ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ১১ মামলার আসামি ডাকাত আমির গ্রেফতার।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে ১১ মামলার আসামি ডাকাত আমির গ্রেফতার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহন উপজেলায় ১১ মামলার আসামি মো. আমির হোসেন নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে, মঙ্গলবার সকালে ডাকাত আমির হোসেনকে লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চর আলেকজেন্ডার এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত আমির হোসেন লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত সিদ্দিকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, গ্রেফতারকৃত আমির হোসেন একজন পেশাদার ডাকাত। তিনি বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে ডাকাতি করেন। তথ্য-প্রযুক্তির সহযোগিতায় থানার একটি চৌকস টিম লক্ষ্মীপুরের রামগতি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর ডাকাত আমির হোসেনকে লালমোহন থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমির হোসেনের বিরুদ্ধে লালমোহন থানাসহ বিভিন্ন জেলায় চুরি, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ মোট ১১টি মামলা রয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।