রবিবার, ৩ মার্চ ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ইউপি নির্বাচনের প্রার্থীদের সাথে পুলিশের মতবিনিময়
লালমোহনে ইউপি নির্বাচনের প্রার্থীদের সাথে পুলিশের মতবিনিময়
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের সাথে পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
লালমোহন থানার আয়োজনে রবিবার বিকেলে পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের সহযোগিতা কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, সভার প্রধান অতিথি লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: বাবুল আখতার ও বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাহবুব উল আলম’র সভাপতিত্বে সভায় পুলিশ পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন, গজারিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলামসহ পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীগণ উপস্থিত ছিলেন।