শনিবার, ২ মার্চ ২০২৪
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে সরকারি গাছ কর্তনের অভিযোগ || লালমোহন বিডিনিউজ
লালমোহনে সরকারি গাছ কর্তনের অভিযোগ || লালমোহন বিডিনিউজ
ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনের আঞ্চলিক সড়কের পাশ থেকে সরকারি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার সকালে পৌরসভার ৯নং ওয়ার্ড পাটোয়ারী গ্রাম থেকে গাছটি কাটেন ওই ওয়ার্ডের মো: শফিউল্লাহর ছেলে মো: বিল্লাল দালাল। যার মূল্য প্রায় ২০হাজার টাকা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের পাশে একটি রেইনট্রি গাছের কাটা দুটি অংশ পড়ে আছে। বাকি অংশগুলো ওই বিল্লালের বাড়িতে। গাছ কাটার বিষয়ে জানতে চাইলে মো: বিল্লাল বলেন, স্থানীয় বৃক্ষ রক্ষণাবেক্ষণ কমিটির লোকজন গাছটি কাটতে বলেছিলেন, তাই কাটা হয়েছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, ওই ওয়ার্ডের বাসিন্দা মো: জয়নালের ছেলে মো: নুরুজ্জামানের নের্তৃত্বে গাছটি কাটা হয়েছে। তবে মুঠোফোনে আলাপকালে বিষয়টি অস্বীকার করেন নুরুজ্জামান।
এ বিষয়ে জানতে ওই ওয়ার্ডের বৃক্ষ রক্ষণাবেক্ষণ কমিটির সভাপতি রমিজ উদ্দিন মেম্বারের মুঠোফোনে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়।
লালমোহন রেঞ্জ বন কর্মকর্তা আশীশ কুমার দে বলেন, বিদ্যুৎ চমকানোর ফলে গাছটি মরে শুকিয়ে পথচারীদের গায়ে ভেঙে পড়ার শঙ্কা ছিল। তাই স্থানীয় বৃক্ষ রক্ষণাবেক্ষণ কমিটির সভাপতিসহ সদস্যদের অনুরোধে গাছটি কাটা হয়েছে।