শনিবার, ১২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলা অগ্রনী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
ভোলা অগ্রনী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি :ভোলা অগ্রনী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলা জেলা প্রশাসক ও যুগ্ন সচিব মোঃ সেলিম রেজা। ভোলা অগ্রনী ব্যাংকের অঞ্চল শাখার প্রধান সহকারি মহা ব্যবস্থাপক আশুতোষ চন্দ্র সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ব্যাংকের বরিশাল সার্কেলের উপ-মহা ব্যবস্থাপক আবদুর রহিম,বাংলাদেশ কৃষি ব্যাংকের ভোলা অঞ্চলের উপ-মহা ব্যবস্থাপক দেবতোষ দে। এ ছাড়াও উপস্থিত ছিলেন, ভোলা শাখার সহকারি মহা ব্যবস্থাপক ও শাখা প্রধান নীরব কান্তি দাস,ভোলা ওয়াপদা শাখার ব্যবস্থাপক মোঃ ফরিদ উদ্দিন (এসপিও),কালিনাথ রায় বাজার শাখার ব্যবস্থাপক মোঃ মহিউদ্দিন,আঞ্চলিক কার্যালয়ের পিও পঙ্কজ দেবনাথ, ব্যাংকের ভোলার সিবি এ সাধারন সম্পাদক শ্যাম সুন্দর দে প্রমুখ। এদিকে দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় ১০ ইভেন্টে পুরুষ ও মহিলাসহ কর্মকর্তা কর্মচারীগন অংশ নেন। বিকালে প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরন করেন ব্যাংকের বরিশাল সার্কেলের উপ-মহা ব্যবস্থাপক আবদুর রহিম।