সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় লালমোহনে শিক্ষার্থীকে সংবর্ধনা।।লালমোহন বিডিনিউজ
এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় লালমোহনে শিক্ষার্থীকে সংবর্ধনা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহন উপজেলায় মো. মহিন নামে এক শিক্ষার্থী এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্বেচ্ছাসেবী সংগঠন লালফুলের আয়োজনে শিক্ষার্থী মহিনকে এ সংবর্ধনা দেওয়া হয়।
মহিন ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুলবাগিচা এলাকার মো. মোতাছিন বিল্লাহর ছেলে। এ ছাড়া সে ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২১ সালে এসএসসি এবং ২০২৩ সালে ভোলা সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে। শিক্ষার্থী মো. মহিন ২০২৪ সালের এমবিবিএস পরীক্ষায় দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।
আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবী সংগঠন লালফুলের উপদেষ্টা আব্দুল মন্নান মাস্টার, চরফ্যাশন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নূরনবী, তজুমদ্দিন উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, লালমোহন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তরী, ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয় পরিবারের আহ্বায়ক ডা. মো. জসিম তরী, ইউনিয়ন যুব লীগের যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল হাওলাদারসহ লালফুলের অন্যান্য সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।